New Update
/anm-bengali/media/post_banners/CfMDSdL0FpMkRoiECVgz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের জাতীয় দলের হয়ে রেকর্ড গোল করেছেন অলিভিয়া জিরুদ। কিলিয়ান এমবাপেও গোলে করেছেন বেশ কিছু। দলের অপর ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজম্যান তুলনায় খুব বেশি গোল না পেলেও গোল করানোর ক্ষেত্রে সম্প্রতি মুন্সিয়ানা দেখিয়েছেন। গ্রিজম্যানের বাড়ানো বল থেকে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ফ্রান্স। অ্যাসিস্ট করার ক্ষেত্রে পিছিয়ে নেই ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি কেন। পর্তুগাল ও ইংল্যান্ড অবশ্য ইতিমধ্যে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে।
Will @AntoGriezmann pull clear in the semi-finals?#FIFAWorldCup#Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us