New Update
/anm-bengali/media/post_banners/vHcks6guvboqDYGAExBe.jpg)
নিজস্ব সংবাদদাতা: ক্রিসমাস মানেই যে স্থানে ভ্রমণের কথা মাথায় আসে সেটি হল কলকাতার পার্কস্ট্রিট। ক্রিসমাস উদযাপনের সময় এই স্থানটি স্বর্গে পরিণত হয়। অসাধারণ সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয় পার্কস্ট্রিটকে। ফলে ক্রিসমাসের সেরা দর্শনীয় স্থানের তালিকায় এই স্থানটিকে শীর্ষে রাখাই যায়। মাথাপিছু ৫০০ টাকার মধ্যে আপনি কলকাতার পার্কস্ট্রিটে ক্রিসমাস ভালোভাবেই উদযাপন করতে পারবেন।
যাত্রাপথ- ট্রেনে হাওড়া, শিয়ালদহ বা কলকাতায় নেমে আপনি বাসে করে পার্কস্ট্রিট পৌঁছে যেতে পারবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us