বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা, ৬ আল কায়েদা জঙ্গির নামে পড়ল পোস্টার

author-image
Harmeet
New Update
বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা, ৬ আল কায়েদা জঙ্গির নামে পড়ল পোস্টার

নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতা দিবসের দিন রাজধানীতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা। ফলে এহেন অবস্থায় রাজধানীবাসীকে সতর্ক করতে এবার ৬ আল কায়েদা জঙ্গির পোস্টার লাগালো পুলিশ। লালকেল্লার চত্ত্বরে বিভিন্ন দেওয়ালে লাগানো হয়েছে এই পোস্টার। জঙ্গিদের নামের পাশে তাদের ঠিকানাও দেওয়া রয়েছে ছবিতে। পুলিশের দাবি, ছবির 'মোস্ট ওয়ান্টেড' ৬ জঙ্গির সঙ্গে আলকায়েদার যোগ রয়েছে।দেশে স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক কষছে জঙ্গিরা। তবে শুধু দিল্লি নয়, দেশের অন্য জায়গাতেও হামলার চেষ্টা চালাবে জঙ্গিরা।