‘সবচেয়ে শক্তিশালী’ নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

author-image
Harmeet
New Update
‘সবচেয়ে শক্তিশালী’ নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো শত্রুদের কাছ থেকে নিজেকে রক্ষার জন্য নতুন প্রজন্মের অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে মস্কো। রবিবার তিনি এই মন্তব্য করেছেন। মেদভেদেভ লিখেছেন, ধ্বংসের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছি আমরা। এগুলোর মধ্যে রয়েছে নতুন নীতির অস্ত্রও। তিনি লিখেছেন, শুধু কিয়েভেই আমাদের শত্রুরা বসে নেই। তারা ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং নাৎসির প্রতি আনুগত্য স্বীকারকারী আরও বেশ কিছু জায়গায় রয়েছে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধানের দায়িত্বে থাকা মেদভেদেভ অস্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত জানানি।