নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে পূর্ব ইউক্রেনের বাখমুত শহরকে জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে রুশ বাহিনী। তিনি বলেন, 'পূর্ব ইউক্রেনের ডনেস্ক ও লুহানস্ক প্রদেশের বেশ কয়েকটি ফ্রন্ট-লাইনের পরিস্থিতি আরও জটিল হয়েছে।' তিনি আরও বলেন, "বাখমুত, সোলেদার, মেরিঙ্কা, ক্রেমিন্নাতে ক্রমাগত বোমাবর্ষণ চলছে। এখানকার এমন কোনও বসবাসের জায়গায় নেই যে রুশ গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। দখলদাররা আসলে বাখমুত শহর পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়।"