নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার আরপিএফ-এর তৎপরতায় প্রাণ বাঁচল মহিলার। জানা গিয়েছে, রবিবার Train/no 20971 DN (Udaipur Shalimar Exp) খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ৭ এ ১২:১০ এ পৌঁছায়। এরপর ট্রেনটি যখন চলতে শুরু করে তখন একজন মহিলা যাত্রী ট্রেনটির বি ৪ নং কোচে ওঠার চেষ্টা করেন। কিন্তু তিনি তার ভারসাম্য নিয়ন্ত্রণ করতে না পারায় প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে পড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই কর্তব্যরত আরপিএফ অফিসার এএসআই জে কে গিরি দ্রুত পদক্ষেপ নেন এবং ওই মহিলাকে কোচের ভিতরে ঠেলে দেন এবং তার জীবন বাঁচান।