New Update
/anm-bengali/media/post_banners/HSGIinqfFjF7o6DITFNP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ক্রমে ফিকে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাজিক? অগুনতি ট্রফি জেতা পর্তুগিজ মহাতরকার নামের পাশে নেই বিশ্বকাপের নক-আউট স্টেজে একটিও গোল করার নজির। কাতারেই হয়তো কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেললেন রোনাল্ডো। টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। পরে মাঠে নামলেও কাজের কাজটি করতে পারেননি। পাঁচবার বিশ্বকাপ খেলেও নক-আউট স্টেজে গোল পেলেন না তিনি।
Cristiano Ronaldo played in five World Cups and didn’t score a single goal in the knockout stages 👀 pic.twitter.com/nrARfOd9FS
— ESPN UK (@ESPNUK) December 10, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us