জি-২০ সম্মেলন ভারত: প্ৰথম কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটিদের বৈঠকের দিন ঘোষণা

author-image
Harmeet
New Update
জি-২০ সম্মেলন ভারত: প্ৰথম কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটিদের বৈঠকের দিন ঘোষণা


নিজস্ব সংবাদদাতা: চলতি মাসেই ভারত জি-২০ সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করেছে। এবার জানানো হল জি-২০ অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটিদের বৈঠকের দিন। 

India's G20 presidency an opportunity to focus on Global South

বেঙ্গালুরুতে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্ৰথম জি-২০ অর্থনীতি বিষয়ক কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটিদের বৈঠক হবে। ভারতের জি-২০ সভাপতিত্বের অধীনে অর্থনীতির বিষয়সূচি নিয়ে আলোচনায় আলোকপাত করা হবে।