উপত্যকার ৪৫টি জায়গায় হানা দিল এনআইএ

author-image
Harmeet
New Update
উপত্যকার ৪৫টি জায়গায় হানা দিল এনআইএ

নিজস্ব সংবাদদাতাঃ পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকার। এরই মাঝে সন্ত্রাস তহবিলে টাকা ইস্যুতে তদন্ত করতে উপত্যকার মোট ৪৫টি জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গিয়েছে, শোপিয়ান, দোদা, কিস্তওয়ার, রাম্বান, অনন্তনাগ, বদগাম, রাজৌরি এলাকায় খানা তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।