কাতার বিশ্বকাপের আবহে ফিফার নতুন নিয়ম

author-image
Harmeet
New Update
কাতার বিশ্বকাপের আবহে ফিফার নতুন নিয়ম

নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপ নিয়ে সরগরম মাঠ-ময়দান। এমন সময় বিশ্বকাপে নতুন নিয়মের কথা জানিয়েছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, মিক্সড জোনে ছবি তোলা বা সেলফি তোলা নিষিদ্ধ। এই নির্দেশিকা জারি করার পিছনে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যুক্ত একটি ঘটনা। ঘানার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচের পর একাধিক সাংবাদিক রোনাল্ডোর সঙ্গে সেলফি তুলছিলেন। সেই সময় পর্তুগিজ মহাতরকা বলেন, "সাংবাদিকরা এখন সেলফি বেশি তোলেন আর প্রশ্ন কম করেন"।