নিজস্ব সংবাদদাতা: বিয়ে হয়েছে গত বৃহস্পতিবার। বাড়িভর্তি আত্মীয়-পরিজন এবং আরও নিমন্ত্রিত অতিথি। শুক্রবার সকাল থেকেই বাড়িতে চলছিল বৌভাতের প্রস্তুতি। কিন্তু হঠাৎই সব থমকে গেল। বৌভাতের দিনই পথদুর্ঘটনায় প্রাণ গেল সদ্য বিবাহিত যুবকের। শুক্রবার নদিয়ার রানাঘাটের গাংনাপুর থানার এরুলি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২৫ বছর বয়সি সদানন্দ সর্দারের।