প্রাথমিক টেট পরীক্ষার প্রস্তুতি বৈঠক মেদিনীপুরে

author-image
Harmeet
New Update
প্রাথমিক টেট পরীক্ষার প্রস্তুতি বৈঠক মেদিনীপুরে

দিগবিজয় মাহালী: শিক্ষক নিয়োগ নিয়ে নানা জলঘোলার পর রবিবার প্রাথমিক টেট পরীক্ষা রাজ্যে। তারই চূড়ান্ত পর্যায়ের বৈঠক সারল প্রশাসন। শুক্রবার মেদিনীপুর শহরে বৈঠকে বসলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক, পরিবহন দফতর আধিকারিক, পুলিশ ও মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান। এ বছর পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৯৪ টি  কেন্দ্রে পরীক্ষা গ্রহণ  হচ্ছে। সমস্ত দিক ত্রুটিমুক্ত রাখতে প্রস্তুত প্রশাসন। পরীক্ষার্থীদের সবচেয়ে সমস্যা হয় যাতায়াতের ক্ষেত্রে। বিগত দিনে পরীক্ষায় দেখা গিয়েছে, বাসের ছাদে চেপে পরীক্ষার্থীদের যাতায়াত করতে। পরিবহন দফতর থেকে জানা গিয়েছে, এবারে পরীক্ষার সময় বাসের সংখ্যা অনেক বেশি বাড়ানো হয়েছে। সমস্ত রাস্তায় থাকছে পুলিশ। টেট পরীক্ষায় যাতে পরীক্ষার্থীদের কোনওরকমের সমস্যার মধ্যে পড়তে না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থাও আঁটোসাটো করা হয়েছে। থাকছে বিশেষ নজদারির টিম। ৯৪ টি সেন্টারে এ বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৫০০ জন। পাঁচ বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উৎসাহ উদ্দীপনা রয়েছে পরীক্ষার্থীদের। জেলার যে সমস্ত স্কুলে পরীক্ষার সেন্টার পড়েছে সেগুলি পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার কাজ শুরু করেছে স্কুল কর্তৃপক্ষগুলিও।