নিজস্ব সংবাদদাতা: রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা। ভিড়ের চাপ সামাল দিতেই শিয়ালদহ শাখায় ১৬ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলেন পূর্ব রেল কর্তৃপক্ষ।শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিয়ালদহ এবং ব্যারাকপুর স্টেশনের মধ্যে চলবে ৫ জোড়া ট্রেন। শিয়ালদহ থেকে ৫টি ট্রেন ছাড়বে সকাল ৮টা, ৯টা ৫ মিনিটে, ৯টা ২৮ মিনিটে এবং ৯টা ৪০ মিনিটে। ব্যারাকপুর থেকে ট্রেনগুলি ছাড়বে সকাল ৮টা ৪৮ মিনিটে, ৯টা ৫৭ মিনিটে, ১০টা ১৬ মিনিটে, সাড়ে ১০টায় এবং ১১টায়।