মেষ ও মিথুন রাশির জন্য বিশেষ সতর্কতা, বৃষ-কর্কটের সুখবর
ভারতের এত জনসংখ্যা, কেন আমেরিকার থেকে ভুট্টা কেনে না! বিস্ফোরক মার্কিন বাণিজ্য সচিব
৭৩ বছরের ভারতীয় মহিলা হেফাজতে, ক্যালিফোর্নিয়ায় তীব্র প্রতিবাদ
আমেরিকায় ট্রাক বিস্ফোরণ, হরিয়ানার যুবক অমিতের মর্মান্তিক মৃত্যু
রুশ সীমান্তে ক্রমেই বাড়ছে উত্তেজনা! রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল ড্রোন
এক মাসে হামাসের টার্গেটেড কিলিং—ইউসুফ জুমাসহ হামাসের একাধিক শীর্ষস্থানীয় নেতা খতম
নেপালে জেল ভাঙার পর ফেরত এলো ৩,৭২৩ কয়েদি, কিন্তু কোথায় লুকিয়ে আছে বাকি ১০,৩২০?
রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের হামলা! জেলেনস্কি বললেন, এটাই সবচেয়ে কার্যকর নিষেধাজ্ঞা
ডানপন্থী দাঙ্গাবাজদের কাছে আত্মসমর্পণ নয়! লন্ডনের অগ্নিগর্ভ পরিস্থিতিতে স্টারমারের হুঁশিয়ারি

ভুয়ো শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশ হতেই উধাও শিক্ষিকা

author-image
Harmeet
New Update
ভুয়ো শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশ হতেই উধাও শিক্ষিকা

হরি ঘোষ, জামুড়িয়া : ফের ভুয়ো শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশ হতেই বিপত্তি। উধাও আরেক শিক্ষিকা। কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দফায় ৪০ জন শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই রহস্যজনকভাবে উধাও জামুড়িয়ার এক শিক্ষিকা। নাম সংগীতা হাতি। আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন সংগীতা হাতি। অভিযোগ, তিনি সাদা ওএমআর শিট জমা দিয়ে লিখিত পরীক্ষায় পান ৫৩! এখন মঙ্গলবার থেকে আর স্কুলে আসছেন না সংগীতা হাতি। বৃহস্পতিবারও তিনি আসেননি। ওই স্কুলের প্রধান শিক্ষক সরোজ কুমার চট্টোপাধ্যায় বলেন, ২০১৯ সালের পরে ওই শিক্ষিকা জামুড়িয়া বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন স্কুলে যোগদান করেন। তবে ওই শিক্ষিকা কী কারণে দ্বিতীয় দফায় ভুয়ো তালিকা প্রকাশের পরই আর আসছেন না, সেই বিষয়ে প্রধান শিক্ষক কিছু বলতে পারেননি। হাইকোর্টের রায়ের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, স্কুল পরিদর্শক কিছু তথ্য চেয়ে পাঠিয়েছিল সমস্ত স্কুলের কাছ থেকে। সেই তথ্যের উত্তর তারা স্কুল পরিদর্শকের দফতরে জমা দিয়েছেন। এর থেকে বেশি কিছু বলতে পারবেন না।


প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন প্রথম দফায় ওয়াবসাইটে ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করে। সেই তালিকা প্রকাশের পরই এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাম টুম্পারানি মণ্ডল। মেদিনীপুরের চণ্ডীপুরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলার শিক্ষিকা ছিলেন টুম্পারানি মণ্ডল (৩০) নামে ওই তরুণী। কেন এই আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তবে ওই শিক্ষিকার এক আত্মীয় চাঞ্চল্যকর দাবি করেছেন।