নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে পদক জয়ী ভারতীয় অ্যাথলিটদের পুরস্কৃত করার কথা ঘোষণা করেছে বিসিসিআই। শনিবার বোর্ডের সচিব জয় শাহ পুরস্কারের কথা ঘোষণা করেন।
স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়া পাবেন ১ কোটি টাকা।
রৌপ্য পদক জয়ী মীরাবাঈ চানু এবং রবি কুমার দাহিয়া পাবেন ৫০ লক্ষ টাকা করে।
ব্রোঞ্জ পদক জয়ী পিভি সিন্ধু, লাভলিনা বর্গহাই এবং বজরং পুনিয়া পাবেন ২৫ লক্ষ টাকা করে।