ফের দোনেৎস্ক শহরে হামলা রাশিয়ার

author-image
Harmeet
New Update
ফের দোনেৎস্ক শহরে হামলা রাশিয়ার


নিজস্ব সংবাদদাতা: পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক শহরে ফের হামলা শুরু করেছে রাশিয়া। দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ইউক্রেনীয় সামরিক ইউনিয়নের তরফে জানানো হয়েছে, দোনেৎস্ক অঞ্চলের সামনের লাইনের উভয় দিকে আর্টিলারি এবং মর্টার ফায়ার শুরু করেছে রাশিয়ান বাহিনী। 

Russia Ukraine War: 23 Dead In Separatist Donetsk Region After Attack By  Ukraine, Says Russia

ইউক্রেনীয় বাহিনীর তরফে হামলার প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ফলে ইউক্রেনের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।