স্কুল বিল্ডিং আছে, আছে ছাত্রছাত্রী কিন্তু নেই শিক্ষক

author-image
Harmeet
New Update
স্কুল বিল্ডিং আছে, আছে ছাত্রছাত্রী কিন্তু নেই শিক্ষক

দিগবিজয় মাহালী: বিদ্যালয়টি যেন একজন শিক্ষকের, শিক্ষার্থী প্রায় ৮০ জন। বিদ্যালয়টি সরকারি। তবুও নেই নজর।দিনে দিনে কমছে শিক্ষার্থীর সংখ্যা। সবং ব্লকের মানিকড়া জুনিয়র হাইস্কুল ২০১০ সাল থেকে চলছে পাঠদান। আগে ঠিকঠাক চললেও বর্তমানে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। যত দিন যাচ্ছে তত কমছে শিক্ষার্থী।বিদ্যালয় থাকলেও শিক্ষকের অভাবে ভেস্তে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা । গত প্রায় ৮ মাসেও সাড়া পড়েনি কোন কর্মকর্তার, এমনকি ৮ মাস পেরিয়ে গেলেও পরিদর্শনে যাননি কোন শিক্ষা কর্মকর্তা।ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর, সবং ব্লকের প্রত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত মানিকড়া জুনিয়র হাইস্কুল আগে ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক বেশি থাকলেও শিক্ষকের অভাবে ছাত্র ছাত্রীদের ভর্তি করছেন না অভিভাবকরা। তাহলে কি আস্তে আস্তে বন্ধের পথে এই স্কুল চিন্তায় এলাকাবাসী থেকে বর্তমান ছাত্র ছাত্রীর অভিভাবকরা। তাদের দাবি দ্রুত এই স্কুলে স্থায়ী বা অস্থায়ী শিক্ষকের ব্যবস্থা করা হোক।