ESP vs MAR, FIFA Wc 2022 Live: গোলের দেখা নেই

author-image
Harmeet
New Update
ESP vs MAR, FIFA Wc 2022 Live: গোলের দেখা নেই

নিজস্ব সংবাদদাতাঃ মরক্কো একেবারে হিসেব কষে খেলছে। তারা স্পেনকে ৮০ মিনিট আটকে রেখেছে। এমনিতেই টাইব্রেকারের ইতিহাস স্পেনের জন্য চাপের। যদি ম্যাচ টাইব্রেকারে গড়ায়, তাহলে কিন্তু এনরিকের দল চাপেই পড়বে। আর ম্যাচটা সেই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে মরক্কো।