মরক্কোর বুটের জঙ্গলে আটকে স্পেন, বিরতিতে ফল ০-০

author-image
Harmeet
New Update
মরক্কোর বুটের জঙ্গলে আটকে স্পেন, বিরতিতে ফল ০-০

নিজস্ব সংবাদদাতাঃ প্রথমার্ধের ৪৫ মিনিট হয়ে গেল। কেউই গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে কিন্তু গোল করাটা খুব দরকার। স্পেনের এমনিতেই টাইব্রেকার আতঙ্ক রয়েছে। তাই তারা গোল না পেলে চাপ বাড়বে। মরক্কোর ক্ষেত্রেও লড়াইটা সহজ হবে না।