দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় কাঠের সেতু, বিপাকে বাসিন্দারা

author-image
New Update
দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় কাঠের সেতু, বিপাকে বাসিন্দারা

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় রয়েছে কুমারগ্রাম দুয়ারের ছিপ্রা বনবস্তির সেতু। হেলদোল নেই প্রশাসনের। প্রচুর মানুষের যোগাযোগের একমাত্র ভরসা কাঠের এই সেতু। স্থানীয় বস্তির বাসিন্দারা একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এই সেতু দিয়ে। শেষ পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার গিয়ে পরিদর্শন করেন সেই সেতু। গ্রামবাসীরা সভাধিপতির কাছে নতুন সেতু তৈরী করে দেওয়ার জন্য আর্জি জানায়। এরপর সভাধিপতি বনদপ্তরের সাথে কথা বলেন। জেলা পরিষদের সভাধীপতি শীলা দাস সরকার বলেন, "খুবই ভগ্ন দশায় রয়েছে এই সেতু।একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই এলাকার বাসিন্দাদের। এখানে ১৯২টি পরিবার বসবাস করে। রাতে কোনো ব্যাক্তি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। দ্রুত বনদপ্তরের সাথে কথা বলে এই সেতুর নির্মাণ নিয়ে আলোচনায় বসা হবে।"