ফের বল ভেবে বোমা ফেটে বিস্ফোরণ, জখম ১ নাবালক সহ ২

author-image
Harmeet
New Update
ফের বল ভেবে বোমা ফেটে বিস্ফোরণ, জখম ১ নাবালক সহ ২

নিজস্ব সংবাদদাতা: বসিরহাটে বিস্ফোরণ। জখম এক নাবালক সহ ২। বসিরহাটের রামনগরে রান্নাঘরে বিস্ফোরণ, গুরুতর আহত ১ নাবালক। আহত হয়েছেন সনিয়া বিবি নামে এক গৃহবধূও। স্থানীয়দের দাবি, বোমা ফেটে জখম।বল ভেবে বোমা নিয়ে এসেছিল নাবালক । বোমা বিস্ফোরণের খবর স্বীকার করেনি পুলিশ।