নিজস্ব সংবাদদাতাঃ গ্রামের ছেলে টোকিও অলিম্পিকে দেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছে। তাই পানিপতের খান্ডরা গ্রাম উৎসবে মেতেছে। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, জায়ান্ট স্ক্রিনে নীরজের গ্রামবাসী তাঁর ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখলেন। আর নীরজ সোনা জেতা মাত্রই আনন্দে নাচতে শুরু করে দিলেন ‘চক দে ইন্ডিয়া’ গানের তালে।