মেয়ের বিয়ের জন্য হারিয়ে যাওয়া ১ লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল পিতাকে

author-image
Harmeet
New Update
মেয়ের বিয়ের জন্য হারিয়ে যাওয়া ১ লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল পিতাকে



দিগ্বিজয় মাহালী, পিংলা, পশ্চিম মেদিনীপুর: আজ অর্থাৎ মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া এলাকায় তপন বেরা নামে জলচকের এক ব্যক্তির হারিয়ে যাওয়া ১ লক্ষ টাকা উদ্ধার করে ওই ব্যক্তির হাতে তুলে দিলো পিংলা ব্লকের নয়া বাজারের শিবনাথ দাস নামে এক যুবক। আজ মেয়ের বিয়ের জন্য ১ লক্ষ টাকা নিয়ে জলচক থেকে ঘাটালে ফিরছিলেন ওই ব্যক্তি। নয়া বাজারের কাছে ওই টাকার ব্যাগ কখন পড়ে যায় তা বুঝতেই পারেননি ওই ব্যক্তি। কিছুটা যাওয়ার পর টাকার ব্যাগ না দেখতে পাওয়ায় তিনি খোঁজ করতে করতে পৌঁছান নয়া বাজার এলাকায়। নয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিসিটিভি ফুটেজে জানা যায়, ব্যাগটি পড়েছে নয়া বাজারে এবং ব্যাগটি এক যুবক পেয়েছেন। আর সেই বাজার কমিটির উদ্যোগে যুবকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করে টাকার ব্যাগটি তুলে দেওয়া হয় তপন বেরাকে। সূত্রের খবর, সুদে ১ লক্ষ টাকা নিয়ে ঘাটাল যাচ্ছিলেন তপন বেরা। সামনেই মেয়ের বিয়ে। তাই এই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। উদ্ধার হওয়া টাকা পেয়ে খুশি তপন বেরা। পাশাপাশি নয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য প্রতাপ প্রামানিক ও মানিক খান জানান, ওই যুবককে সততার পরিচয়ের জন্য সংবর্ধন দেওয়া হবে।