নিজস্ব সংবাদদাতাঃ শনিবারই টোকিও অলিম্পিকে দেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবার তাঁর প্রশংসা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী টুইটারে লিখেছেন, ‘টোকিওয় ইতিহাস রচিত হল। নীরজ চোপড়া আজ যা অর্জন করেছে তা চিরকাল মনে থাকবে। তরুণ নীরজ খুব ভালো পারফর্ম করেছে। ও দারুণ দৃঢ়তার পরিচয় দিয়েছে। টোকিও অলিম্পিকে সোনা জেতার জন্য ওকে শুভেচ্ছা জানাই’।