/anm-bengali/media/post_banners/bzAKawzMsGU4ThrU3jmC.jpg)
সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: কয়েক মাস ধরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিকল হয়ে রয়েছে এক্স-রে মেশিন। স্বাভাবিক ভাবেই রোগীরা এক্সরে বাইরের কোনো ক্লিনিক থেকে করাতে বাধ্য হচ্ছে। তিন মাস ধরে মেডিকেলে বন্ধ এক্স-রে পরিষেবা। এদিকে সরকারি পরিষেবা না পেয়ে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে টাকা ব্যয় করে এক্স-রে করাতে হচ্ছে, তাতে সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরা। ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাঁদের মধ্যে। এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।অসমর্থিত সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এক্স-রে মেশিনের ইউএসপি খারাপ হয়েছে। রাজ্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মেডিকেলে প্রতিদিন ১,০০০ থেকে ১,২০০ জন চিকিৎসা করাতে আসেন। কিন্তু বেশ কিছুদিন ধরে এক্স-রে মেশিন খারাপ থাকায় চরম সমস্যায় ভুগতে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনকে। অধিকাংশ ক্ষেত্রেই রেফার করা হচ্ছে অন্য মেডিকেল কলেজে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us