নেইমার যখন মাঠে না থাকে তখন দল তাকে মিস করে: জিকো

author-image
Harmeet
New Update
নেইমার যখন মাঠে না থাকে তখন দল তাকে মিস করে: জিকো

নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিল কিংবদন্তি জিকো বলেছেন যে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১৬-এর গুরুত্বপূর্ণ রাউন্ডের লড়াইয়ের আগে নেইমার যখন মাঠে ছিলেন না তখন দল তাকে মিস করেছিল। কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে গ্রুপ G-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় জিকো বলেন যে যখন নেইমার খেলে তখন তার উপর অতিরিক্ত নির্ভর করে না কিন্তু যখন সে মাঠে না থাকে তখন তাকে মিস করে। জিকো বলেছেন, নেইমার যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।