নিজস্ব সংবাদদাতা: পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে চলতি বছরে শেষ মুহূর্তে এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। ফলে চলতি বছরে পুরনো পদ্ধতিতেই কলেজে ভর্তি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি না হওয়ার ফলে পিছু হটতে হয়েছিল সরকারকে। তবে ২০২৩ সাল থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির কাজ শুরু হবে। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।