New Update
/anm-bengali/media/post_banners/rKttz5F195693ofVCnF5.jpg)
নিজস্ব সংবাদদাতা: জি-২০ সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। এবার জি-২০ সম্মেলনে ভারতের লক্ষ্য জানালেন শেরপা এ কান্ত।
তিনি জানান, ভারতের সভাপতিত্বের অধীনে, সম্মেলনের লক্ষ্য উন্নয়নশীল দেশগুলির উন্নত অর্থনীতির ভাবনাকে তুলে ধরা। প্রসঙ্গত, সোমবার তাজ ফতেহ প্রকাশের রাজকীয় দরবার হলে প্রথম শেরপা বৈঠকের ফলপ্রসূ আলোচনা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us