পদত্যাগ করবেন না সিরিল রামাফোসা

author-image
Harmeet
New Update
পদত্যাগ করবেন না সিরিল রামাফোসা

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিশংসনের ঝুঁকির মুখে তিনি। বিরোধী দল ও নিজের দলের মধ্যে তাঁর পদত্যাগের দাবি উঠেছে। তবে এসব অভিযোগ ‘অসত্য’ দাবি করে তা প্রত্যাখ্যান করে সিরিল রামাফোসা বলেছেন, 'পদত্যাগের কোনো ইচ্ছা নেই তাঁর।' সিরিল রামাফোসার মুখপাত্র ভিনসেন্ট মাগওয়েনা জানান, প্রেসিডেন্ট রামাফোসা একটি ত্রুটিপূর্ণ প্রতিবেদনের ভিত্তিতে পদত্যাগ বা সরে দাঁড়াচ্ছেন না। জানা গিয়েছে, সিরিল রামাফোসার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে আজ সোমবার আলোচনায় বসবেন ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতারা।