'চলো গ্রামে যাই' কর্মসূচিতে গিয়ে স্কুল শিক্ষিকাকে অঙ্ক কষতে দিলেন বিধায়ক

author-image
Harmeet
New Update
'চলো গ্রামে যাই' কর্মসূচিতে গিয়ে স্কুল শিক্ষিকাকে অঙ্ক কষতে দিলেন বিধায়ক

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : 'চলো গ্রামে যাই' কর্মসূচিতে গিয়ে স্কুলের দিদিমণিকে অঙ্ক করতে দিলেন বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর অঞ্চলের বৌলাসিনী এলাকায় চলো গ্রামে যাই কর্মসূচি গ্রহন করেছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর।

এদিন তিনি এই কর্মসূচিতে গিয়ে একটি স্কুলে পৌঁছান। সেখানকার দিদিমনি পানীয় জলের কথা বলায় তিনি উত্তরে দিদিমনিকে অঙ্ক করতে বলেন। নিজেই হাতে খাতা পেন ধরে দিদিমণিকে অঙ্ক করতে বলেন।যদিও সেই অঙ্ক পেরে ওঠেননি ওই দিদিমণি।