New Update
/anm-bengali/media/post_banners/PP8RhvFDnVZBLKkgDi94.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৬৫৭ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যে তিনটি শতরান হয়েছে আয়োজক দেশ পাকিস্তানের পক্ষ থেকে। সেঞ্চুরি করেছেন পাকিস্তানের দুই ওপেনার আবদুল্লাহ সাফিক, ২০৩ বলে করেছেন ১১৪ রান। ওপর ওপেনার ইমাম উল হক ২০৭ বলে করেছেন ১২১ রান। চার নম্বরে নেমে অধিনায়ক বাবর আজমও শতরান করেছেন। ১৬৭ বল খেলে ১৩৬ রান করে এখনও উইকেটে টিকে রয়েছেন তিনি।
The gorgeous @babarazam258 cover drive 🫶#PAKvENG | #UKSePKpic.twitter.com/rkvLD6EmYT
— Pakistan Cricket (@TheRealPCB) December 3, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us