দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সবংয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বেহাল। সমস্যায় স্কুল পড়ুয়া থেকে সাধারন মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলায় সবং ব্লকের ৪ নং দশগ্রাম অঞ্চলের দশগ্রাম খাজুরি থেকে মুদলিমোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা বেহাল। গত প্রায় ৪ বছর ধরে বেহাল হয়ে রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার তৈরি এই রাস্তা।সংস্কারের সময়সীমা পাঁচ বছর।আর তার আগেই এই অবস্থার জন্য সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে স্থানীয় মানুষজন। কাজের গুনগত মান নিয়েও প্রশ্ন তুলছে এলাকাবাসী। গ্রামবাসীদের অভিযোগ, অতিরিক্ত বর্ষায় রাস্তা জলের তলায় চলে গিয়েছিল।তার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১০ চাকা ১৬ চাকার ভারী ভারী গাড়ি এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করে। গাড়ি চলাচলের ফলে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে।এর ফলে নিত্য প্রয়োজনে যাতায়াত করা সাধারণ মানুষ থেকে স্কুলপড়ুয়া, গ্রামবাসী, প্রত্যেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। স্থানীয় গ্রামবাসীদের দাবি, রাস্তা তৈরির সময় ঠিকাদার ঠিক কাজ করেনি। সঠিক কাজ না করাতে এখন আর ওই রাস্তার কাজ কেউ করতে চাইছে না।
অপরদিকে এই পরিস্থিতি নিয়ে সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি জানান, 'আমরা এই বিষয়টি জানি, ইতিমধ্যেই জেলা পরিষদে জানিয়েছি, এলাকার মানুষ সমস্যায় আছে,ভারী গাড়িও যাতায়াত করে। দ্রুত যাতে রাস্তাটি সংস্কার করা যায় তার উদ্যোগ নেবো।'