শুভেন্দুর সভার আগে অভিষেকের গড়ে পথ অবরোধ তৃণমূলের

author-image
Harmeet
New Update
শুভেন্দুর সভার আগে অভিষেকের গড়ে পথ অবরোধ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতাঃ শুভেন্দু অধিকারীর সভার আগে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় পথ অবরোধ তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পথে নামলেন রাজ্যের শাসকদলের নেতা-কর্মীরা। শুভেন্দুর সভায় কর্মীসমর্থকদের যোগ দিতে বাধা দেওয়ার অভিসন্ধিতে তৃণমূল পথ অবরোধ করেছে বলেই দাবি বিজেপির। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। শনিবার সকালে মথুরাপুরের লালপুরে প্রথমে পথ অবরোধ শুরু করে তৃণমূল। তারপর একে একে কুলপির শ্যামবসুর চক এবং হটুগঞ্জে শুরু হয় পথ অবরোধ। টায়ার পুড়িয়ে জায়গায় জায়গায় চলে বিক্ষোভ প্রদর্শন। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজ বন্ধের প্রতিবাদ পথ অবরোধ শুরু করেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেক ধরে মথুরাপুরের লালপুরে চলে অবরোধ। স্বাভাবিকভাবেই অবরোধের ফলে ১১৭ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয়।