হাতছাড়া হওয়ার পরেও ঝালদা পুরসভায় তৃণমূল প্রশাসক, আদালতে যাওয়ার ভাবনায় কংগ্রেস

author-image
Harmeet
New Update
হাতছাড়া হওয়ার পরেও ঝালদা পুরসভায় তৃণমূল প্রশাসক, আদালতে যাওয়ার ভাবনায় কংগ্রেস

নিজস্ব সংবাদদাতাঃ  কংগ্রেস-সহ নির্দলের পুরপ্রধান নির্বাচনের প্রস্তুতির মধ্যেই বড়সড় ধাক্কা খেল বিরোধী শিবির। তৃণমূল উপ পুরপ্রধান সুদীপ কর্মকার অনাস্থার তলবি সভার সাত দিন পার হওয়ার আগেই ওই পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়ায় জটিলতা তৈরি হয় পুরুলিয়ার ঝালদা পুরসভায়। তাই পুরবিধি মেনে রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগ নতুন চেয়ারম্যান নিয়োগ করল। ওই পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়াড়কে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার নগরোন্নয়ন ও পুরবিষয়ক বিভাগ এই মর্মে আদেশনামা জারি করে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দার কাছে পাঠিয়েছে। সেই আদেশনামার প্রতিলিপি পাঠানো হয়েছে ঝালদা পুরসভার এক্সিকিউটিভ অফিসার, নতুন চেয়ারম্যান ও বিভাগীয় মন্ত্রীর কার্যালয়ে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট ১৯৯৩, সাবসেকশন ৪, অফসেকশন ১৭ বিধি মেনে এই নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। শুক্রবার রাতে এই বিষয়টি ঝালদা পুরশহরে চাউর হতেই বিরোধীরা জানিয়েছেন, তারা আদালতে যাবেন।