প্রতিরক্ষা ব্যয় ৩১৮ বিলিয়ন ডলার করার পথে জাপান

author-image
Harmeet
New Update
প্রতিরক্ষা ব্যয় ৩১৮ বিলিয়ন ডলার করার পথে জাপান

নিজস্ব সংবাদদাতাঃ আগামী অর্থবছর থেকে পরবর্তী পাঁচ বছর প্রতিরক্ষা ব্যয় ৪০ থেকে ৪৩ ট্রিলিয়ন ইয়েন (২৯৫-৩১৮ বিলিয়ন ডলার) বরাদ্দ করার পরিকল্পনা করছে। আগামী বছরের এপ্রিল থেকে নতুন অর্থবছর শুরু হবে। বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২৭.৫ ট্রিলিয়ন ইয়েন) থেকে নতুন বরাদ্দ অনেক বেশি। এতে করে ঋণের বোঝা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের দ্বিগুণ এই ব্যয়। জানা গিয়েছে, নতুন বরাদ্দ প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সমঝোতায় নির্ধারণ করা হচ্ছে। কিছু দিন আগে পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪৮ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ চেয়েছিল। আর অর্থ মন্ত্রণালয় ৩৫ ট্রিলিয়ন ইয়েনের কাছাকাছি বিভিন্ন প্রস্তাব দিয়েছিল। অর্থমন্ত্রী শুনিছি সুজুকি ও প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা চলতি মাসে আবারও কিশিদার সঙ্গে বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা ব্যয় নিয়ে দুই মন্ত্রণালয়ের ভিন্নতা অবসানের লক্ষ্যে এই বৈঠক হতে পারে।