অভিষেকের সভার আগে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, মৃত্যু তিনজনের

author-image
Harmeet
New Update
অভিষেকের সভার আগে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, মৃত্যু তিনজনের

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে গভীর রাতে বিস্ফোরণে উড়ল এক তৃণমূল নেতার বাড়ি। স্থানীয় সূত্রের খবর, ঘটনায় তৃণমূল নেতা সহ তিনজনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম আরও দু’জন৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতরা হলেন রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার মান্না এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পরিচিত। আহতদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে শনিবার সকালেও এলাকার পরিবেশ যথেষ্ট থমথমে।


বিজেপির অভিযোগ, ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল। তখনই অতর্কিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে বাড়িটি উড়ে যায়। মর্মান্তিক মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ তিনজনের। কাঁথির বিজেপির সাধারণ সম্পাদক তাপস কুমার দোলুইয়ের দাবি, ‘‘তৃণমূল নেতার বাড়িতে বোম বাঁধতে গিয়ে বিপত্তি৷ তৃণমূল নেতা সহ তিন’জনের মৃত্যু হয়েছে।’’