New Update
/anm-bengali/media/post_banners/WNqaC8cVJfqtFPjqUmsM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার এটিকে মোহন বাগানের খেলা রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তার আগে দুই দলেই চলছে অনুশীলন। মাঠে নামার আগে বেঙ্গালুরুকে সমীহ করছেন এটিকে মোহন বাগানের কোচ হুয়ান ফেরান্দো। বেঙ্গালুরু সম্পর্কে হুয়ান বলেছেন, "আমার ধারণা, ওরা এই লিগের সেরা তিনটি দলের অন্যতম। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। ওরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে খেলে। ওরা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে এই লিগে নেমেছে।"
Bengaluru, here we come! 👊🏻#ATKMohunBagan#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/iTj4x95I6s
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 2, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us