মর্মান্তিক! জানলা দিয়ে গলায় লোহার রড ঢুকে চলন্ত ট্রেনে মৃত যাত্রী

author-image
Harmeet
New Update
মর্মান্তিক! জানলা দিয়ে গলায় লোহার রড ঢুকে চলন্ত ট্রেনে মৃত যাত্রী

নিজস্ব সংবাদদাতাঃ  ট্রেনের কর্নার সিটে জানলার ধারে বসেছিলেন এক যাত্রী। আচমকা রেলের ট্র্যাকে কাজ করার সময় একটি লোহার রড ছিটকে এসে তাঁর গলার নিচে দিয়ে ঢুকে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে কানপুরগামী নীলাচল এক্সপ্রেসে। পরে ট্রেনটি আলিগড় জংশনে এসে থামতে ওই যাত্রীর মৃতদেহটি জিআরপির হাতে তুলে দেওয়া হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত করা হচ্ছে। এপ্রসঙ্গে এনসিআরের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, নীলাচল এক্সপ্রেসের জেনারেল কামরায় বসেছিলেন ঋষিকেশ দুবে নামে সুলতানপুরের এক ব্যক্তি। আচমকা জানলা দিয়ে একটি লোহার রড তাঁর গলায় ঢুকে যায়। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।