মেছুয়া বাজার অগ্নিকাণ্ডে এবার ঘটনাস্থলে খোদ মুখ্যমন্ত্রী
হঠাৎ ভূ-স্বর্গে NIA-র DG, কিছু একটা হতে চলেছে কি!
Breaking : দাবানলের গ্রাসে জেরুজালেম, আগুন ছড়াচ্ছে শহরের দিকে
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Breaking : মেছুয়া বাজারের 'ঋতুরাজ' হোটেলের মালিক ও ম্যানেজার গ্রেফতার
Breaking : পশ্চিম দিল্লির গাড়ির ধাক্কা থেকে বিবাদ, খালে মিলল ব্যক্তির গলা কাটা দেহ
১লা থেকে নতুন নিয়ম: ATM ফি, রেল টিকিট, এলপিজি দাম ও আরও বিভিন্ন ক্ষেত্রে বিরাট পরিবর্তন"
“নেতৃত্ব নয়, ব্যর্থতা”— ১০০ দিনের মাথায় ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগলেন কমলা হ্যারিস
অটারি থেকে পাকিস্তানে ফিরে যেতে চান ভারতীয় মহিলা, সরকারের কাছে আবেদন

নেপুরায় নিখোঁজ শিশুর খোঁজে জেলা পুলিশের আধিকারিক

author-image
Harmeet
New Update
নেপুরায় নিখোঁজ শিশুর খোঁজে জেলা পুলিশের আধিকারিক

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ বছরের শিশুর অন্তর্ধান রহস্য আরও জটিলতায়। ন'দিন পার হলেও কোনও সূত্র খুঁজে পায়নি পুলিশ। পুলিশকে সহায়তা করতে নিখোঁজ শিশুর গ্রামে এসেছিল সিআইডি আধিকারিকরা। এবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে তদন্তের জন্য গ্রামে আসেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকি দত্ত। উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার দুপুরে বাড়ির সামনে খেলার সময় হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের শিশু অরণ্য মাঝি। বাড়ি মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের নেপুরায়। পরিবার ও প্রতিবেশীরা চারিদিক খোঁজ চালালেও হদিস মেলেনি তার। ওই দিন বিকেলে গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল পরিবার। পুলিশ তদন্ত চালিয়েও কোনও সূত্র খুঁজে পায়নি বলে জানা গিয়েছে। তারপর ন'দিন পার হলেও তার আর খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, তদন্তের কাজ অনেকটাই এগিয়েছে। দ্রুত শিশু নিখোঁজের কিনারা সামনে আসবে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী নেপুরা গ্রামে পৌঁছে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করেন।