চতুর্থ গোল করে জয় নিশ্চিত জার্মানির, তবে সেরা ১৬ অধরাই

author-image
Harmeet
New Update
চতুর্থ গোল করে জয় নিশ্চিত জার্মানির, তবে সেরা ১৬ অধরাই


নিজস্ব সংবাদদাতা: কোস্টারিকার বিরুদ্ধে ৪ টি গোল করে শুক্রবার ফিফা বিশ্বকাপে জয় নিশ্চিত করল জার্মানি। ম্যাচের স্কোর ৪-২।

your image

 জার্মানির নিকলাস ফুলক্রুগ তার দলের চতুর্থ গোলটি করেন। তবে এই বিশাল জয়ের পরও বিশ্বকাপের সেরা ১৬ টি দলের মধ্যে স্থান করতে পারল না জার্মানি।