ফের এগিয়ে গেল জার্মানি

author-image
Harmeet
New Update
ফের এগিয়ে গেল জার্মানি


নিজস্ব সংবাদদাতা: ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে কোস্টারিকা বনাম জার্মানির ম্যাচ। এবার তৃতীয় গোল করে ফের এগিয়ে গেল জার্মানি।


 ফলে বর্তমানে ম্যাচের স্কোর ৩-২। দলের তৃতীয় গোলটি করেন জার্মানির কাই হাভার্টজ। এখন দেখার কোস্টারিকাকি পারবে ফের জার্মানিকে টেক্কা দিতে।