ভারতকে রুশবিরোধী জোটে নেওয়ার চেষ্টা করছে ন্যাটো: ল্যাভরভ

author-image
Harmeet
New Update
ভারতকে রুশবিরোধী জোটে নেওয়ার চেষ্টা করছে ন্যাটো: ল্যাভরভ

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, চীনের কাছাকাছি অঞ্চলে পশ্চিমাদের সামরিক জোট এমনভাবে উত্তেজনা বাড়াচ্ছে যা রাশিয়ার জন্য হুমকি। বৃহস্পতিবার তিনি এই অভিযোগ করেন। সের্গেই ল্যাভরভ বলেন, 'দক্ষিণ চীন সাগর এখন এমন অঞ্চলে পরিণত হয়েছে যেখানে ন্যাটো উত্তেজনা বাড়াতে চায়। এক সময় যেমনটি তারা ইউক্রেনে করেছে।' ল্যাভরভ বলেন, "এমন উস্কানি চীন কত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তা আমরা জানি। তাইওয়ান ও তাইওয়ান প্রণালীর কথা উল্লেখ করার দরকার নেই। আমরা জানি ন্যাটো এই অঞ্চলে আগুন নিয়ে খেলছে। যা রাশিয়ার জন্য হুমকি ও ঝুঁকিপূর্ণ। চীনের ভূখণ্ডের মতো এই অঞ্চল আমাদেরও কাছাকাছি।" ল্যাভরভ আরও অভিযোগ করেছেন, ভারতকে রুশবিরোধী ও চীনবিরোধী জোটে নেওয়ার চেষ্টা করছে ন্যাটো।