পথ নাটিকায় এইডস সচেতনতার বার্তা নার্সিং ট্রেনিং স্কুলের পড়ুয়াদের

author-image
Harmeet
New Update
পথ নাটিকায় এইডস সচেতনতার বার্তা নার্সিং ট্রেনিং স্কুলের পড়ুয়াদের

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : এইডস ছোঁয়াচে নয়,সঠিক চিকিৎসার মাধ্যমে দীর্ঘ সুস্থ জীবন লাভ করা যায়। বিশ্ব এইডস দিবস উপলক্ষে পথ নাটিকার মাধ্যমে সচেতনতার প্রচার করলেন ঘাটাল নার্সিং ট্রেনিং স্কুলের পড়ুয়ারা।

 



১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এইডস দিবস উপলক্ষে ঘাটাল নার্সিং ট্রেনিং স্কুলের পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড নিয়ে সচেতনতা প্রচার করল ঘাটাল শহরে। সচেতনতা প্রচার র‍্যালির মাঝে পথনাটিকার মাধ্যমে পথচলতি মানুষ ও হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের এইডস সম্পর্কে সচেতন করা হয়।ঘাটাল নার্সিং ট্রেনিং স্কুলের পড়ুয়াদের সাথে যোগ দেন শিক্ষিকারাও। অপরদিকে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের NSS বিভাগের পড়ুয়ারাও ঘাটাল শহরে একটি সচেতনতা প্রচার র‍্যালি করে বিশ্ব এইডস দিবসে সচেতনতায়।