দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে ইঁট, বালি নামানো এবং তা রাস্তার ধারে রেখে চলছে ব্যবসা। যার জেরে যানজট ও ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসী থেকে পথচলতি মানুষকে। রাস্তার ধারে ইমারতি সামগ্রী রেখে ব্যবসা করাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার শ্রীপুর কপাটি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে ঘাটাল রাণীচক প্রধানমন্ত্রী সড়ক যোজনায় পিচ রাস্তার উপর মালপত্র রেখে রমরমিয়ে চলছে ব্যবসায়ীদের দৌরাত্ম্য। বৃহস্পতিবার সকালে রাস্তার উপর বেশ কয়েকটি ১০ চাকার ট্রাক থেকে রাস্তার উপর নামানো হচ্ছিল বালি, স্টোন চিপ। সেই সময় স্থানীয় গ্রামবাসীরা রাস্তার উপর মাল রাখতে বারণ করতে গেলে ব্যবসায়ীরা কয়েকজন গ্রামবাসীকে মারধর করে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর এর ফলেই গ্রামবাসীরা ব্যবসায়ীদের বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, বেশ কয়েকটি মাল ভর্তি ট্রাক আটক করে থানায় নিয়ে যায় ঘাটাল থানার পুলিশ।