New Update
/anm-bengali/media/post_banners/xYa2W07cDoPJKUkgoVgO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের 'রাবণ' মন্তব্যের পাল্টা দিলেন। পাঁচ মহলের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, 'কে মোদীকে বেশি গালিগালাজ করতে পারে, তা নিয়ে দলের অন্দরে প্রতিযোগিতা চলছে। আমি খাড়গেজিকে সম্মান করি। তাঁকে যা বলতে বলা হয়েছে, তিনি তা-ই বলবেন। কংগ্রেস দল জানে না যে এটি রামভক্তদের গুজরাট। 'রামভক্ত'-এর এই দেশে তাঁদের বলতে বলা হয়েছিল, মোদীজি ১০০ মাথা ওয়ালা রাবণ।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us