নিজস্ব সংবাদদাতা:আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল জনসভা রয়েছে। তারই পাল্টা সভা ডায়মন্ডহারবারে করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের এই সভা রুখতে এবার বিরোধী দলনেতা মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ, এই সভা করার মধ্যে দিয়ে তাঁর পরিবারের সদস্যদের হেনস্থা করা হবে। তাই বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। তাই আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়লেন শুভেন্দু অধিকারী।