পঞ্চায়েত ভোটের আগে শুরু হল রুট মার্চ

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত ভোটের আগে শুরু হল রুট মার্চ



নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার উদ্যোগে এলাকায় এলাকায় চলল রুট মার্চ। সামনেই ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। আর ঠিক তার আগেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বুধবার রুটমার্চ করলো পুলিশ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার হরকি, তেঘরি, তেঁতুলিয়া সহ একাধিক এলাকায় চলে এই রুট মার্চ। সোমবার থেকে বেলিয়াবেড়া থানার পুলিশ আধিকারিকরা বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ আধিকারিকরা এবং সাথে পুলিশ কর্মীরা বিভিন্ন এলাকা ঘুরে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় কোনও ধরনের সমস্যা থাকলে ওই সব এলাকার বাসিন্দাদের থানায় জানাতে বলা হচ্ছে।