নিজস্ব সংবাদদাতা: একবালপুরের ময়ূরভঞ্জ রোডে তরুণের রহস্যমৃত্যু। বাড়ির অদূরে আরেকটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হল রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম মহম্মদ সাজ্জাদ। পরিবারের দাবি, ঘুড়ি ওড়ানোর কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বের হন ওই তরুণ।আজ সকালে একটি বাড়ির ছাদে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পাশেই নির্মীয়মাণ বহুতল রয়েছে। ঘুড়ি ওড়াতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু, নাকি খুন, খতিয়ে দেখছে একবালপুর থানার পুলিশ। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা।