রাশিয়ানরা ডিনিপ্রো নদীর তীরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছেঃ ইউক্রেনীয় কর্মকর্তা

author-image
Harmeet
New Update
রাশিয়ানরা ডিনিপ্রো নদীর তীরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছেঃ ইউক্রেনীয় কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতাঃ  ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ান বাহিনী দক্ষিণ খেরসন অঞ্চলের ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে 'সব বসতি' গোলাবর্ষণ করছে, যার মধ্যে সম্প্রতি মুক্ত এলাকাও রয়েছে। খেরসন আঞ্চলিক পরিষদের সদস্য সের্হি খলান বলেন, "দখলদাররা খেরসন শহর এবং খেরসন অঞ্চলের পশ্চিম তীরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।" তিনি বলেন, "তারা ডিনিপ্রো নদী উপকূলে অবস্থিত সব বসতিতে গোলাবর্ষণ করছে। মঙ্গলবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রুশ বাহিনী গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।" তিনি আরও বলেন, "বিদ্যুৎ কোম্পানির কর্মীরা খেরসন শহরে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধারের জন্য কাজ করছে। হাসপাতালগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।"