New Update
/anm-bengali/media/post_banners/nODcWiCYvjVx4swrBa0W.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগালের প্রথম গোল নিয়ে ফুটবল মহলে আলোচনা জারি রয়েছে। গোলটি কে করেছেন, ব্রুনো ফার্নান্দেজ নাকি ক্রিশ্চিয়ানো? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
ফিফার পক্ষ থেকে গোলটি ব্রুনোর নামের দেওয়া হয়েছে। পর্তুগালের মতে, ব্রুনো নন, গোলটি করেছেন রোনাল্ডো। এই বিষয়ে ফিফার দরবারে পর্তুগালের ফুটবল নিয়ামক সংস্থা যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us